মদীনায় রসুল নামে কে এলোরে ভাই ।
কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই ।।
ছায়াহীন যার কায়া ত্রিজগতে তারই ছায়া ।
এই কথাটির মর্ম লওয়া অবশ্যই চাই ।।
কী দেবো তুলনা তারে খুজে পাইনে এ সংসারে ।
মেঘে যার ছায়া ধরে অত্যন্ত ধূপের সময় ।।
কায়ার শরীক ছায়া দেখি ছায়া নেই সে লা শরীকি ।
লালন বলে তার হাকিকি বলিতে ডরাই ।।