লালন ফকীর রচিত গান নং ৬৮৯

মাওলা বলে ডাকো মনরসনা ।
গেলো দিন ছাড়ো বিষয় বাসনা ।।
যেদিনে সাঁই হিসাব নেবে আগুনপানির তুফান হবে ।
সেদিন এ বিষয় তোর কোথা রবে একবার ভেবে দেখলে না ।।
সোনার কুঠরি কোঠারে মন সোনার খাটপালঙ্কে শয়ন ।
শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা ।।
ইমান ধন আখেরের পুঁজি সে ঘরে দিলে না কুঞ্জি ।
লালন বলে হারলে বাজি শেষে আর কাঁদলে সারবে না ।।