লালন ফকীর রচিত গান নং ৬৫৬

মানুষ তত্ব যার সত্য হয় মনে ।
সে কি অন্যতত্ব মানে ।।
মাটির ঢিবি কাঠের ছবি ভুলভাবে সব দেবদেবী ।
ভোলেনা সে এসব রুপই মানুষ ভজে দিব্যজ্ঞানে ।।
জড়োই সড়োই নুলাঝোলা প্যাচা প্যাচী আলাভোলা ।
তাতে নয় সে ভোলনেওয়ালা যে মানুষরতন চেনে ।।
ফায়াফেপী ফ্যাকসা যারা ভাকাভোকায় ভোলে তারা ।
লালন তেমনই চটামারা ঠিক দাড়ায়না একখানে ।।