মানুষ অবিশ্বাসে পায়না রে সে মানুষ নিধি ।
এই মানুষে মিলতো মানুষ চিনতাম যদি ।।
অধর চাঁদের যত খেলা সর্বোত্তম মানুষ লীলা ।
না বুঝে মন হলি ভোলা মানুষ বিবাদী ।।
যে অঙ্গের অবয়ব মানুষ জানোনা রে মন বেহুশ ।
মানুষ ছাড়া নয় সে মানুষ অনাদির আদি ।।
দেখে মানুষ চিনলাম নারে চিরদিন মায়ার ঘোরে ।
লালন বলে এদিন পরে কি হবে গতি ।।