মানুষ ভজলে সোনার মানুষ হবি ।
মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি ।।
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে ।
মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি ।।
মানুষে মানুষ গাঁথা দেখনা যেমন আলোকলতা ।
জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি ।।
মানুষ ছাড়া মন আমার দেখবিরে সব শূণ্যকার ।
লালন বলে মানুষ আকার ভজলে তরবি ।।