মানবদেহের ভেদ জেনে করো সাধনা ।
দেলকোরাণ না জানিলে আয়াতকোরাণ পড়লে কিছু হবেনা ।।
মুণ্ডুতে মীম আলো হে যে মগজে ছিলো ।
তে জেতে দুই কান জানা গেলো আইন গাইন দুই নয়না ।।
অধর যুগলে লাম মীম সর্বাঙ্গে আলিফের চিন ।
আরো দুই বাহুতে সিন শিন মুখেতে বের গঠনা ।।
লাম আলিফ নাকিসা খানি ছেতে দুই কণ্ঠ জানি ।
জিমে হয় জেকেরের খনি হেতে হাড়ের গঠনা ।।
ফেতে ফাপড়া পানি পুরা কাফেতে কলিজা ঘেরা ।
আরো বড়ক্বাফ নাভিতে মোড়া যেতে দমের ঠিকানা ।।
তোয়া জোয়া তিল্লিতে ছিলো সোয়াদ দোয়াত হৃদে রাখিলো ।
নফসেতে নু হরফ হলো রুপেতে ভেদ যায় না জানা ।।
টিমটে মারি হামজা ঘরে জেনে লও মুর্শিদের দ্বারে ।
দাল জাল দুই জানুর পরে দলিলে তার নিশানা ।।
দশ হরফে সাধনের গতি সাধনে জ্বলে জ্ঞানের বাতি ।
নিষ্ঠায় রেখো রতিমতি করো গুরু ভজনা ।।
লাহুত নাসুন মালাকুত জাবরুত ছয় লতিফা এই দেহে মজুদ ।
লালন কয় দিয়েছে মাবুদ এই অজুদে কেন খোজোনা ।।