লালন ফকীর রচিত গান নং ৬৭৫

মাঝি ভাই উজানে চালাও তরী ।
ওরে অকুল সমুদ্দুরই ।।
গঙ্গা যমুনাদি আর সরস্বতী নদী ।
উঠছে কেউ পাতালভেদী হায়রে হায় মরি ।।
ভাটি বাঁকে পাকের গোলায় কতজন তরী ডুবায় ।
সামাল সামাল মনুরায় থেকো হুশিয়ারী ।।
অনরাগের মাস্থলেতে ভাবকাপড় লাগাও তাতে ।
লালন কয় জ্ঞানকুপিতে বাঁধো ভক্তির ডুরি ।।