মা তোর গোপাল নেমেছে কালীদায় ।
সে যে বাঁচে এমন সাধ্য নয় ।।
কালিদায় কমল তুলতে দিলি কেন গোপালকে যেতে ।
মা রে সে নাগের হাতে বিষ লেগে গোপালের গায় ।।
কারকূটি কালনাগ যারা কালিদায় আছে তারা ।
বিষে অঙ্গ জরা জরা বিষেতে তার প্রাণ যায় ।।
কংসের কমলের কারণ কালিদায় মরিলো নীলরতন ।
লালন বলে পুত্রের কারণ বাঁচেনা যশোদা মায় ।।