লালন ফকীর রচিত গান নং ৭৬২

লণ্ঠনে রুপের বাতি জ্বলছে রে সদাই ।
দেখনা রে দেখতে যার বাসনা হৃদয় ।।
রাতির গিরে ফস্কা মারা শুধুই কথার ব্যাবসা করা ।
তার কি হবে রুপ নিহারা মিছে গোল বাঁধায় ।।
যেদিন বাতি নিভে যাবে ভাবের শহর আঁধার হবে ।
সুখপাখি সে পালাইবে ছেড়ে সুখালয় ।।
সিরাজ সাঁই বলেরে লালন স্বরুপ রুপে দিলে নয়ন ।
তবেই হবে রুপ দরশন পড়িসনে ধাধায় ।।