ললিতা সখি কই তোমারে মন দিয়েছি যারে ।
লোকে বলে বলুক মন্দ লোকের কথায় যাবোনা ফিরে ।।
তোমরা সখি বুঝাও যত
মন আমার পাগলের মতো না দেখিলে তারে
আমি ভুলিবো মনে করি অন্তর যে ভোলেনা মোরে ।।
আমি যখন রাধতে বসি
কালা তখন বাজায় বাঁশি নিকুঞ্জকাননে
আমার শ্বাশুড়ী ননদী ঘরে কেমন করে যাই বাইরে ।।
ঐ কালা কী মন্ত্রে মন ভোলালো
এখন আমার ঘরে থাকা দায় হলো বলো সখী কি করিয়ে
লালন বলে তাইতে রাধা কুলশীলে যাবেনা ঘরে সে ফিরে ।।