লিঙ্গ থাকলে সে কি পুরুষ হয় ।
বারো মাসে চব্বিশ পক্ষ তবে কেন ঘরখানি বয় ।।
মাসান্তে কলা ফেরে খোস ফেলে যায়গো সেরে ।
থাকে সেই জায়গায় পড়ে সদানন্দে বারাম সদাই ।।
পুরুষ বলতে কুম্ভ ভারি এক বীজে হয় পুরুষ নারী ।
বারিতে সৃষ্টি কারবারি এক ফুলে দুই রঙ ধরায় ।।
পরশখানা ছিলো আসল সে জায়গায় বাঁধালো গোল ।
লালন বলে গোলে হরি বোল বললে কী মর্ম পায় ।।