লালন ফকীর রচিত গান নং ৭৫৯

লীলা দেখে লাগে ভয় ।
নৌকার উপর গঙ্গা বোঝাই ডাঙ্গায় বয়ে যায় ।।
ফুল ফোটে তার গঙ্গাজলে ফল ধরেছে অচিন দলে ।
ফলে ফুলে মুক্ত হলে তাতে কথা কয় ।।
আবহায়াত নামগঙ্গা সে যে সংক্ষেপেতে কেউ দেখো বুঝে ।
পলকে পাউড়ি ভাসে পলকে শুকায় ।।
গাঙজোড়া এক মীন সে গাঙ্গে খেলছে খেলা পরমরঙ্গে ।
লালন বলে জল শুকালে মীন যাবে হাওয়ায় ।।