লালন ফকীর রচিত গান নং ৭৫৮

লা ইলাহা কলেমা পড়ো মোহাম্মদের দ্বীন ভুলোনা ।
নবীর কলেমা পড়লে পরে পুণর্জনম আর হবেনা ।।
নবী সে পারের কাণ্ডার পারঘাটাতে করবেন পার ।
হেন নবী না চিনিলে হয়ে থাকবি দিনকানা ।।
রোজা রাখো নামাজ পড়ো কলেমা হজ্ব যাকাত করো ।
তবে হবি পার দাখিল হবি বেহেস্তখানা ।।
সিরাজ সাঁই দরবেশে বলে সেই মানুষ নিহার হলে ।
লালন কয় অন্তিমকালে পাই যেন সাঁইয়ের চরণখানা ।।