লালন ফকীর রচিত গান নং ২৭০

কয় দমে বাজে ঘড়ি করো রে ঠিকানা ।
কয় দমে দিনরজণী ঘুরছে বলোনা ।।
দেহের খবর যেজন করে আলকবাজি দেখতে পারে ।
আলকে দম হাওয়ার ঘরে একী আজব কারখানা ।।
ছয় মহলে ঘড়ি ঘোরে শব্দ হয় নিঃশব্দের ঘরে ।
কলকাঠি রয় মনের দ্বারে দমেতে আসল বেনা ।।
দমের সাথে করো সম্মিলন অজান খবর জানবি রে মন ।
বিনয় করে বলছে লালন ঠিকের ঘর ভুলোনা ।।