কুলের বউ হয়ে মনা আর কতদিন থাকবি ঘরে ।
ঘোমটা ফেলে আয় না চলে যাই সাধবাজারে ।।
কুলের ভয়ে মান হারাবি কুল কি নিবি সঙ্গে করে ।
পস্তাবি শ্মশানে যেদিন ফেলবে তোরে ।।
নিসনে আর আচি কড়ি ন্যাড়ার ন্যাড়ি হও যেই রে ।
থাকবি ভালো সর্বকালে যাবে দূরে ।।
কুলের গৌরব যার হয় গুরু হয়না তারে সদয় ।
লালন বেড়ায় ফাতরার বেড়ায় ফুচকি মেরে ।।