কুদরতির সীমা কে জানে ।
আপনি আপন জিকির বসিয়ে আল জবানে ।।
আল জবানে খবর হলে তারই কিছু নজির মেলে ।
নইলে ফাকড়া কথা বলে উড়িয়ে দেবে সবজনে ।।
খোদকে চিনে খোদা চিনি খোদ খোদা বলেছে আপনি ।
মান আরাফা নাফশাহু বাণী বোঝো তার কী হয় মানে ।।
কে বলেরে আমি আমি সেই আমি কি আমিই আমি ।।
লালন বলে কে বা আমি আমারে আমি চিনিনে ।।