ক্ষমো অপরাধ ওহে দীননাথ কেশে ধরে আমায় লাগাও কিনারে ।
তুমি হেলায় যা করো তাই করতে পারো তোমা বিনে পাপীর তারণ কে করে ।।
পাপীকে তরাতে পতিতপাবন নাম তাইতে তোমায় ডাকি হে গুণধাম ।
আমার বেলায় কেন হলে বাম তোমার দয়াল নামের দোষ রবে সংসারে ।।
শুনতে পাই পরম পিতা গো তুমি অতি অবোধ বালক আমি ।
তোমার ভজন কুপথে ভ্রমি তবে দাওনা কেন সুপথ স্মরণ করে ।।
না বুঝে পাপসাগরে ডুবে খাবি খাই
শেষকালেতে তোমার দিলাম গো দোহাই ।
এবার যদি আমায় না তরাও হে সাঁই
আমি আর কতকাল ভাসবো দুঃখের সাগরে ।।