লালন ফকীর রচিত গান নং ৮৬৯

ক্ষমো ক্ষমো অপরাধ দাসের পানে একবার চাওহে দয়াময় ।
বড় সংকটে পড়ে এবার বারেবার ডাকি তোমায় ।।
তোমারই ক্ষমতা স্বামী যা ইচ্ছে তাই করো তুমি ।
রাখো মারো হাত তো স্বামী তোমার লীলা জগতময় ।।
পাপী অধম তরাতে সাঁই পতিতপাবন নাম শুনতে পাই ।
সত্যমিথ্যা জানবো হেথায় তরালে আজ আমায় ।।
কসুর পেয়ে মারো যারে আবার দয়া হয় তাহারে ।
লালন বলে এ সংসারে আমি কি তোর কেহ নই ।।