লালন ফকীর রচিত গান নং ২৭২

করো রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে ।
মিশবি যদি জাত সেফাতে এ তনু আখেরে দিনের ।।
সাধিলে নূরের পেয়ালা খুলে যাবে রাগের তালা ।
অচিন মানুষের খেলা দেখবি দুই নয়নে ।।
সত্তরি জব্বরি নূরী চেনোরে সেই নূর জহুরী ।
এ চার পেয়ালা ভারি আছে অতি গোপনে ।।
ফানা ফিশ শেখ ফানা ফির রসুল ফানা ফিল্লাহ ফানা বাকা স্থূল ।
এ চার মোকামে লালন ভজো মুর্শিদ নির্জনে ।।