কৃষ্ণপদ্মের কথা করো রে দিশে ।
রাধাকান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে ।।
না জেনে সেই যোগ নিরুপণ রসিক নাম সে ধরে কেমন ।
অসময় চাষ করলে তখন কৃষি হয় কীসে ।।
সামান্যে বিশ্বাস যায় বিশ্বাসে লয়ে ধরো ।
অমূল্য ফল পেতে পারো তাহে অনায়াসে ।।
শুনতে পাই আন্দাজি কথা বর্তমানে জানো হেথা ।
লালন কয় সে জন্মলতা দেখোরে বাহুশে ।।