লালন ফকীর রচিত গান নং ১৯২

করে কামসাগরে এই কামনা ।
দান করিয়ে মধু কুলের কুলবধু পেয়েছে বধু কেলেসোনা ।।
করে কঠোর ব্রত ক্ষীরোদার কূলে কূল ভাসিয়ে দিয়েছে অকুলে
সেই কূলের কাটা করিলে যে কুলটা
গোপীকুলের যত ব্রজাঙ্গনা ।।
গেলো গেলো কুল করিলে ভুল অকুল পাথারে ভাসায়ে দুকুল
কেঁদে হয় আকুল পেলোনা সে কুল
কুলে এসে কুল ধ্বংস করোনা ।।
করিয়ে ঘটা বাঁধাইলে যে ল্যাটা এখন সবাই মোরে তোরে ঝাটা
তাই লালন ভনে মরেছে বধু নিজগুণে
কুল ভেঙ্গে অকুলে যেয়ে করলো মহাঘটনা ।।