কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী ।
এ ভবতরঙ্গে আমায় দাও এসে চরণতরী ।।
যতই করি অপরাধ তথাপি তুমি নাথ ।
মারিলে মরি নিতান্ত বাঁচালে বাঁচতে পারি ।।
পাপীকে করিতে তারণ নাম ধরেছো পতিতপাবন ।
ঐ ভরসায় আছি যেমন চাতকে মেঘ নিহারি ।।
সকলেরে নিলে পারে আমারে না চাইলে ফিরে ।
লালন বলে এ সংসারে আমি কি তোর এতই ভারী ।।