কোথায় গেলিরে কানাই প্রাণের ভাই ।
একবার এসে দেখা দেরে দেখে প্রাণ জুড়াই ।।
কোন দোষে ভাই গেলি তুইরে আমাদের সব অনাথ করে ।
দয়ামায়া তোর শরীরে কিছুই কি নাই ।।
শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ ।
আর সব নিরানন্দ ধেনু গাই ।।
পশুপাখি নরাদি নিরানন্দ নিরবধি ।
লালন শুনে শ্রীদামোক্তি বলে তাই ।।