কোথায় গেলি ও ভাই কানাই ।
সকল বন খুজিয়ে তোরে নাগাল পাইনে ভাই ।।
বনে আজ হারিয়ে তোরে গৃহে যাবো কেমন করে ।
কী বলবো মা যশোদারে ভাবনা হলো তাই ।।
মনের ভাব বুঝতে নারি কী ভাবের ভাব হয় তোমারই ।
খেলতে খেলতে দেশান্তরী ভাবেতে দেখতে পাই ।।
আজ বুঝি গোচারণ খেলা খেললে নারে নন্দলালা ।
লালন বলে চরণবালা পাইনা বুঝি ঠাই ।।