কোন সুখে সাঁই করে খেলা এই ভবে ।
আপনি বাজায় আপনি বাজেন আপনি মজেন সেই রবে ।।
নামটি তার লা শরিকালা সবার শরীক সেই একেলা ।
আপনি তরঙ্গ আপনি ভেলা আপনি খাবি খায় ডুবে ।।
ত্রিজগতে যে রাই রাঙা তার দেখি ঘরখানি ভাঙা ।
হায় কী মজা আজব রঙ্গা দেখায় ধনী কোনভাবে ।।
আপনি চোর সে আপনি বাড়ি আপনি পরে আপন বেড়ি ।
লালন বলে এই নাচারি কইনে থাকি চুপচাপে ।।