লালন ফকীর রচিত গান নং ২৬৬

কোন সাধনে তারে পাই ।
আমার জীবনেরই জীবন সাঁই ।।
শাক্ত শৈব বৈরাগ্য ভাব তাতে যদি হয় চরণলাভ ।
তবে কেন দয়াময় সদা সর্বদাই বলে দুষিলেন তাই ।।
সাধিলে সিদ্ধির ঘরে আবার শুনি পায়না তারে ।
সাযুজ্যের মুক্তি পেলেও সে ব্যাক্তি আবার শুনি ঠকে যাবে ভাই ।।
গেলোনা মোর মনের ভ্রান্ত পেলামনা তার ভাবের অন্ত ।
বলে মূঢ় লালন ভবে এসে মন কী করিতে যেন কী করে যাই ।।