কোন সাধনে পাইগো তারে ।
মন অহর্নিশি চায় গো যারে ।।
দান যজ্ঞ স্তব ব্রত তাতে গুরু হয়না রত ।
সাধুশাস্ত্রে কয় সদা তো কোনটি জানি সত্য করে ।।
পঞ্চপ্রকার মুক্তিবিধি অষ্টাদশ প্রকারে সিদ্ধি ।
এই সকল হেতুভক্তি তাতে বশ নয় সাঁইজি মোরে ।।
ঠিক পড়েনা প্রবর্তের ঘর সাধন সিদ্ধি হয় কী প্রকার ।
সিরাজ সাঁই কয় লালন তোমার নজর হয়না কোলের ঘোরে ।।