কোন রাগে কোন মানুষ আছে মহারসের ধনী ।
পদ্মে মধু চন্দ্রে সুধা জাগায় রাত্রদিনই ।।
সিদ্ধি সাধক প্রবর্তগুণ তিনরাগ ধরে আছে তিনজন ।
এই তিন ছাড়া রাগ নিরুপণ জানলে হয় ভাবিনী ।।
মৃণালগতি রসের খেলা নবঘাট নবঘাটেলা ।
দশমযোগে বারিগোলা যোগেশ্বর অযোনি ।।
সিরাজ সাঁইর আদেশে লালন বলছে বাণী শোনরে এখন ।
ঘুরতে হবে নাগরদোলন না জেনে মূল্যবাণী ।।