কোন কূলেতে যাবি মনুরায় ।
গুরুকুলে যেতে হলে লোক কুল সব ছাড়তে হয় ।।
নদীর দুকুল ঠিক রয়না গাঙ্গে এককূল গড়ে আর এক কূল ভাঙ্গে ।
তেমনই যেন সাধুর সঙ্গে বেদ বিধিকুল দূরে রয় ।।
রোজা পূজা বেদের আচার মন যদি চায় করো এবার ।
বেজাতের কাজ বেদ বেদান্তর মায়াবাদীর কার্য নয় ।।
ভেবে বুঝে এককুল ধরো দোটানায় কেন ঘুরে মরো ।
সিরাজ সাঁই কয় লালন তোর ফু ফুরাবে কোন সময় ।।