কোন কোন হরফে ফকীরি ।
কীসে আসল হয় সে হরফ জানতে হয় তার ফিকিরি ।।
কয়টি হরফ লেখে বরজোখ কি কি নাম বলি তারই ।
না জেনে তার নিরিখ নেহাত পড়ে শুনে কি করি ।।
এক হরফে নিজনাম আছে শুনি তাই বরাবরই ।
কোন হরফ সে করোনা দিশে দিন হলো আখেরি ।।
ত্রিশ হরফের চার হরফে কালুল্লাহ গণ্য করি ।
লালন বলে আর কয় হরফ তার কলব করে জারি ।।