লালন ফকীর রচিত গান নং ২২১

কোন কলে নানা ছবি নাচ করে সদাই ।
কোন কলে হয় নানাবিধ আওয়াজ উদয় ।।
কলমা পড়ি কল চিনিনে যে কলে ঐ কলমা চলে ।
ওপর ওপর বেড়াও ঘুরে গভীরে ডুবলোনা হৃদয় ।।
কলের পাখি কলের চুয়া কলের মোহর গিরে দেয়া ।
কল ছুটিলে যাবে হাওয়া পড়ে রবে কে কোথায় ।।
আপন দেহের কল না ঢুড়ে বিভোর হলে কলমা পড়ে ।
লালন বলে মুর্শিদ ছেড়ে কে পেয়েছে খোদায় ।।