কোন চরণ এই দীনহীনকে দেবে ।
দুটি চরণ বৈ নয় আছে শতভক্তের হৃদয় দয়াময় আমার ভাগ্যে কি হবে ।।
শুনেছি সেই ত্রেতাযুগে রাম অবতার ভক্তের লেগে
মহা তীর্থস্থান যোগে যুদ্ধজয় কলরবে ।
তুমি গয়াসুরকে চরণ দিয়ে বন্ধু হয়েছো ভক্তিভাবে ।।
প্রহাদ নারদাদি চরণ সাথে নিরবধি
আমার বঞ্চিত বিধি এ নিধনের ভার কে লবে ।
চরণ পাবার আশায় ত্রিপুরারই বেড়ায় শ্মশানে পাগলভাবে ।।
পাষাণী মানব হলো চরণধূলায় চরণমালা হনুর গলায়
হৃদয়মাঝে চরণ দোলায় নূপুর বাজে সুরে ।
লালন বলে চরণ বিক্রেতা জনমের মতো ফিরে কি কেহ আর পাবে ।।