কই হলো মোর মাছ ধরা ।
চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলহারা ।
যোগ বুঝিনে ঝিম চিনিনে আন্দাজি হয় চাপ মারা ।।
একে যাই ধেপো বিলই তাতে বাই ঠেলা জালই ওঠে শামুকের ভারা ।
শুভযোগ না পেলে সে মাছ এলে হয়না কভু ক্ষারছাড়া ।।
কেউ বলা কওয়া করে ধরে মাছ প্রেমসাগরে যে নদীর তীরধারা ।
আমি এলাম মরতে সেই নদীতে খাটলোনা খেপলা ধরা ।।
যেজন ডুবারু ভালো মাছের ক্ষার খ্যাড় চিনিলো সিদ্ধি হলো যাত্রা ।
ধাপঠেলা মন আমি লালন সার হলো মোর লালাপড়া ।।