কি বা রুপের ঝলক দিচ্ছে দ্বিদলে দেখলে নয়ন যায়রে ভুলে ।
ফণি মণি সৌদামিনী জিনি ঐ রুপ উজ্জলে ।।
অস্থি চর্ম স্বর্ণরুপ তাতে মহারসের কূপ বেগে ঢেউ খেলে ।
তার একবিন্দু অপার সিন্ধু হয়রে ভূমণ্ডলে ।।
দেহের দলপদ্ম যার উপাসনা নাইরে তার কথায় কী মেলে ।
তীর্থ ব্রত যাহার জন্য এই দেহে তার সব লীলে ।।
রসিক যারা সচেতন রসরতি করে ভজন রুপ উদয় হলে ।
লালন গোড়া নেংটি এড়া মিছে বেড়ায় রুপ বলে ।।