খুলবে কেন সে ধন মালের গাহক বিনে ।
কত মুক্তামণি রেখেছে ধনী বোঝাই করে সেই দোকানে ।।
সাধু সওদাগর যারা মালের মূল্য জানে তারা ।
তারা মূল্য দিয়ে লন অমূল্যরতন সে ধন জেনে চিনে তারাই কেনে ।।
মাকাল ফলের বরণ দেখে যেমন ডালে বসে নাচে কাকে ।
তেমনই মন আমার চটকে বিভোর সার পদার্থ নাহি চেনে ।।
মন তোমার গুণ জানা গেলো পিতল কিনে সোনা বলো ।
সিরাজ সাঁইয়ের বচন মিথ্যা নয় লালন মূল হারালি তুই দিনে দিনে ।।