লালন ফকীর রচিত গান নং ৩০৬

খুজে ধন পাই কি মতে পরের হাতে ঘরের কলকাঠি ।
আবার শতেক তালা আটা ঘরের মালকুঠি ।।
শব্দের ঘর নিঃশব্দের কুড়ে সদাই তারা আছে জুড়ে ।
দিয়ে জীবের নজরে ঘোর টাটি ।।
আপন ঘরে পরের কারবার দেখলামনা রে তার বাড়িঘর ।
আমি বেহুশ মুটে বা কার মোট খাটি ।।
থাকতে রতন আপন ঘরে এ কী বেহাত আজ আমারে ।
লালন বলে মিছে মনরে এ ঘর বাটি ।।