লালন ফকীর রচিত গান নং ২৯৯

খোজো আবহায়াতের নদী কোনখানে ।
আগে যাও জিন্দাপীরের খান্দানে দেখিয়ে দেবে সন্ধানে ।।
সেই সে নদীর পিছল ঘাটা কত চাঁদ কোটালে খেলছে ভাটা ।
দ্বীন দুনিয়ায় জোড়া একটা মীন আছে তার মাঝখানে ।।
মাওলার মহিমা এমনই সেই নদীতে হয় অমৃতপানি ।
তার একরতি পরশে অমনি অমর হবে সেইজনে ।।
আবহায়াতের মর্ম যেজন পায় উপাসনা তারই বটে হয় ।
সিরাজ সাঁইয়ের যে আদেশ হয় অধীন লালন তাই ভনে ।।