খোদা বিনে কেউ নাই সংসারে । এ মহাপাপের দায় কে উদ্ধার করে ।। এ জগত মাঝে যতজন আছে । তারা সবে দোষী হবে নিজ পাপভরে ।। পিতামাতা আশা যত ভালবাসা । তারা আমার পাপের ভার নাহি নিতে পারে ।। ওরে আমার মন করো তাহার অন্বেষণ । লালন বলে যিনি তোমার ভার নেয় শিরোপরে ।।