লালন ফকীর রচিত গান নং ৩০৪

খোদ খোদার প্রেমিক যেজনা ।
মুর্শিদের রুপ হৃদয়ে রেখে করে আরাধনা ।।
আগে চাই রুপটি জানা তবে যাবে খোদাকে চেনা ।
মুর্শিদকে না চিনলে পরে হবেনা তোর ভজনা ।।
আগে মনকে নিষ্ঠা করো নবী নামের মালা গাথো ।
অহর্নিশি চেতন থাকো করো কালযাপনা ।।
সিরাজ সাঁইয়ের চরণ ভুলে অধীন লালন কেঁদে বলে ।
চরণ পাই যেন অন্তিমকালে আমায় ফেলোনা ।।