খেয়েছি বেজাতে কচু না বুঝে ।
এখন তেতুল কোথা পাই খুজে ।।
কচু এমন মান গোসাই তারে কেউ চিনলিনা রে ভাই ।
খেয়ে হলাম পাগলপ্রায় চুবনি ঘরা চুলকাইছে ।।
ভবে নিমবৃক্ষ তার তাতে দিলে চিনির চার ।
কখনো সে হয়না মিঠা এমনই কচুর বংশ সে যে ।।
যত সব ভেড়ুয়া বাঙ্গালে কচুকে মানগোসাই বলে ।
লালন ভেড়ো দেখলো চেখে এতে কি মন মজে ।।