খেলছে মানুষ নীরে ক্ষীরে ।
আপন আপন ঘর খোজো মন আমার কেন হাতড়ে বেড়াও কোলের ঘোরে ।।
নীরনদীর গভীরে ডোবা কঠিন হয় ডুবলে পরে কত আজব দেখা যায় ।
সেই নীরভাণ্ড পুরা ব্রহ্মাণ্ড কাণ্ড বলতে আমার নয়ন ঝরে ।
শূণ্যদেশে মেঘের উদয় নিরোদ বিন্দু বারি বরিষণ হয় ।
তাতে ফলছে ফল রঙ বেরঙের হল আজব কুদরতি কল ভাবের ঘরে ।।
ইন্দ্রিয় ডঙ্কা নাই সে রাজ্যে সহজ মানুষ ফেরে সহজে ।
সিরাজ সাঁইয়ের বচন মিথ্যে নয় লালন ডুব দিয়ে দেখ স্বরুপ দ্বারে ।।