লালন ফকীর রচিত গান নং ২৯৬

খাকি আদমের ভেদ সে ভেদ পশু কী বোঝে ।
আদমের কলবে খোদা খোদ বিরাজে ।।
আদম শরীর আমার ভাষায় বলেছেন অধর সাঁই নিজে ।
নইলে কি আদমকে সেজদা ফেরেস্তায় সাজে ।।
শুনি আজাজিল খাস তন খাকে আদমতন গঠন গঠেছে ।
সেই আজাজিল শয়তান হলো আদম না ভজে ।।
আব আতস খাক বাতঘর গঠলেন জান মালেক মোক্তার কোন চীজে ।
লালন বলে এ ভেদ জানলে সব জানে সে যে ।।