লালন ফকীর রচিত গান নং ২৯৭

খাকে গঠিলো পিঞ্জরে এ সুখপাখি আমার কীসে গঠেছেরে ।
পাখি পুষলাম চিরকাল নীল কিংবা লাল
একদিনও দেখলামনা সে রুপ সামনে ধরে ।।
আবে খাকে পিঞ্জরায় বর্ত আতসে হইলো পোক্ত পবন আড়া সেই ঘরে ।
আছে সুখপাখি সেথায় প্রেমের শিকল পায়
আজব খেল খেলছে গুরু গোসাই মেরে ।।
কেমন রে পিঞ্জিরার ধ্বজা নীচে উপর নয় দরজা কুঠরি কোঠা থরে থরে ।
পঞ্চকুঠুরী তার আছে মূলাধার মূলাধারে মূল শূণ্যভরে ।।
করে আজব কারিগরী বসে আছে ভাব মিস্ত্রী সেই পিঞ্জিরার বাইরে ।
পাখির আসা যাওয়ার দ্বার আছে সন্ধির উপর
ফকীর লালন বলে কেউ কেউ জানতে পারে ।।