কেনরে মনমাঝি ভবনদীতে মাছ ধরতে এলি ।
তোর মাছ ধরার ঠনঠনা শুধু কাদাজল মাখালি ।।
লোহা খসা ঘাইছোড়া জালে কেমন করে ধরবি মাছ আনাড়ি বাইলে ।
ভক্তির জোরে জাল না দিলে টান দিলে জাল উঠে খালি ।।
লালন বলে ও মনমাঝি ভাই মাছ ধরার কায়দা কৌশল শিক্ষা করোনাই ।
এবার শিক্ষা লওগা গুরুর ঠাই মাছে ভরবে দেহডালি ।।