কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না ।
জল শুকাবে মীন পালাবে পস্তাবি রে ভাই মনা ।।
ত্রিবিনের তীরধারে মীনরুপে সাঁই বিরাজ করে ।
ওপর ওপর বেড়াই ঘুরে গভীরেতে ডুবলেনা ।।
মাসান্তে মহাযোগ হয় নিরস হতে রস ভেসে যায় ।
করে সেই যোগের নির্ণয় মীনরুপে খেল দেখলে না ।।
জগত জোড়া মীন অবতার সন্ধির মর্ম সন্ধির উপর ।
সিরাজ সাঁই কয় লালন তোমার সন্ধানীকে চিনলেনা ।।