লালন ফকীর রচিত গান নং ২২৩

কেমন দেহভাণ্ড চমৎকার ভেবে অন্ত পাবেনা তার ।
আগুন জল আকাশ বাতাস আর মাটিতে গঠন তার
সেই পঞ্চতত্ব করে একত্র কীর্তি করে কীর্তিকর্মার ।।
মেরুদণ্ড শতখণ্ড ব্রহ্মাণ্ড হয় তাহার উপর
সাত সমুদ্র চৌদ্দভুবনের নয় নদী বয় নিরন্তর
ইড়া পিঙ্গলা সুষন্মা দেখো রঙ হয় তিন প্রকার
উপরে ব্রহ্মনাড়িতে ব্রহ্মরন্ধ্র রয় মূলাধার ।।
সপ্তদল পাতালের নীচে চতুর্দল আর কুলকুণ্ডলিনী সদাই স্থির
তার উর্দ্ধে বিজনেতে দশমদল কমনের উপর মণিপুরের ঘর
তার উর্দ্ধে দ্বাদশদলে উনপঞ্চাশ পবনের ঘর
পান অপান সমান উদানের ব্যাস হতে গতিকার ।।
ষড়দলে দুলক্ষ যোজনের পরে ষোলোকলা গণ্য শরীরে
বিশুদ্ধাক্ষ নাম তার উর্দ্ধে মহাজ্ঞানে দ্বিদল কমলের পরে
চন্দ্রবিন্দু অঙ্গ ইন্দুরে জীবের বিন্দু ঝরে সিন্ধু হয় পাথার
লালন বলে জোড়াপদ্ম নীলপদ্ম ভেদ করো মন অতি দীপ্তকার ।।