কীসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে ।
গুরুচরণ তারণতরী ধরো রে অকপটে ।।
নদীর মাঝে মাঝে আসে বান প্রাণে রাখো ভক্তির জ্ঞান ।
যেন হইয়োনা রে অজ্ঞান রবি বসিলো পাটে ।।
রিপু ছয়টি করো বশ ছাড়ো বৃথা রঙ্গরস ।
কাজেতে হইলে অলস পড়ে রবি পাড়ঘাটে ।।
দেহব্যাধির সিদ্ধির পদ্মপত্রে যথা নীর ।
জীবন তথা হয় অস্থির কোন সময় কি বা ঘটে ।।
সিরাজ সাঁই বলেরে লালন বৈদিকে ভুলোনা মন ।
একনিষ্ঠা মন করো সাধন বিকার তোমার যাবে ছুটে ।।