লালন ফকীর রচিত গান নং ২৪৬

কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে ।
যে নিরঞ্জন সেই নূরনবী নামটি ধরে ।।
গঠিতে সাঁই সয়াল সংসার একদেহে দুই দেহ হয় তার ।
আহাদে আহমদ নাম দেখো বিচারে ।।
চারিতে নাম আহমদ হয় মীম হরফ তার নফি কেন কয় ।
সে কথাটি জানাও আমায় নিশ্চিত করে ।।
এ মর্ম কাহারে শুধাই ফ্যাসাদ ঝগড়া বাঁধায় সবাই ।
লালন বলে স্থুল ভুলে যাই তার তোড়ে ।।