কী শোভা দ্বিদল পরে ।
রস মণি মাণিক্যের রুপ ঝলক মারে ।।
অবিম্বু গম্ভুতে অনিত্য গোলোক বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোকে ।
হলে দ্বিদল নির্ণয় সব জানা যায় অসাধ্য থাকেনা সাধনদ্বারে ।।
শতদল সহস্রদল রসরতি রুপে করে চলাচল ।
দ্বিদলে স্থিতি বিদ্যূত আকৃতি ষোড়দলে বারাম যোগান্তরে ।।
ষোড়দলে সে তো ষড়তত্ব হয় দশম দলের মৃণালগতি গঙ্গাময় ।
ত্রিধারা তার ত্রিগুণ বিচার লালন বলে গুরু অনুসারে ।।