কী সে শরার মুসলমানের জাতের বড়াই ।
শরার রাহে না গেলো সে মুসলমানই নয় ।।
পঞ্চতত্ব নামাজ শরায় কোথায় খোদা সেজদা কোথায় ।
কারে দেখে ডানে বায় সালাম ফিরায় ।।
আঁধার ঘরকে মক্কা বলে হাজি হয় সেখানে গেলে ।
আল্লা কি আসিয়া মেলে হাজীদের সভায় ।।
ইব্রাহিম নবী হজ্বের তরে পুত্রকে কোরবানী করে ।
দেখাতে গেলেন ইসলাম যারে সেইরুপে হেথায় ।।
দেহমক্কা ঢুড়লে পরে মিলবেরে সেই পরোয়ারে ।
তাই না বুঝে অবোধ লালন ধাইলোরে সেই মক্কায় ।।